প্রকাশিত: Sun, Jun 25, 2023 11:19 PM
আপডেট: Tue, May 13, 2025 5:59 AM

গণ আন্দোলনেই ক্ষমতাসীনদের বিদায় করতে হবে: গণতন্ত্র মঞ্চ

রিয়াদ হাসান: ‘ক্ষমতাসীনদের কারণেই দেশের চলমান রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সংকট সমাধান না করে সরকার উল্টো জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করার চেষ্টা করছে। এমন অবস্থায় দেশ ও দেশের মানুষকে উদ্ধার করতে গণ আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় করতে হবে।’

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘রাজনৈতিক সংকট, চলমান গণ-আন্দোলন ও জনপ্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বক্তারা। সূত্র: আজকের পত্রিকা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অর্থনীতিতেও আদিম লুটপাটের সংস্কৃতি চলছে। মোদি এবং বাইডেনের বৈঠকের যতটুকু খবর পাওয়া গেছে তাতেও কোনো সুখবর নাই। সেন্ট মার্টিন লিজ দেওয়ার কথা বলে সরকার বিভ্রান্তি তৈরি করছে। গণ আন্দোলনের মধ্য দিয়ে এদের বিদায় দেওয়া ছাড়া আমাদের অধিকার রক্ষা করতে পারব না। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, আজকে মার্কিন কংগ্রেসম্যানরা রাষ্ট্রপতি ও জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে, বাংলাদেশ থেকে তদন্ত না করে যেন কোনো সদস্য শান্তিরক্ষা মিশনে না নেওয়া হয়। বাংলাদেশের পরিস্থিতি আজকে ভয়াবহ হুমকির সম্মুখীন। জনগণ, মুক্তিযোদ্ধা ও ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে বিদায় করা আমাদের নৈতিক দায়িত্ব। সূত্র: ঢাকা পোস্ট

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের সঙ্গে আলোচনা করবার মতো কিছু নেই। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি খুবই কষ্ট নিয়ে বলছেন, এত কষ্ট করে নির্বাচন করলাম কিন্তু কেউ মানতে চায় না। এমন মিথ্যা যে বলে তার সঙ্গে কি নিয়ে আলোচনা করবেন? তিনি বলেন, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। 

সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার নিজের গদি রক্ষার জন্য দেশকে অস্তিত্ব সংকটে ফেলছে। কারণ তারা গদির সঙ্গে নিজেদের জীবনের নিরাপত্তাকে এক করে ফেলেছে। 

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি বাবুল সরদার চাখারী, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, গণফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না